সমুদ্র নগরী কক্সবাজার শহর থেকে সারাদিন ব্যাপী সমুদ্র ভ্রমনে নিয়মিত চলছে ফারহান এক্সপ্রেস ট্যুরিজম এর নব নির্মিত ট্যুরিস্ট বোট এম বি স্বপ্নতরী! লাঞ্চ ক্রুজ এবং সান্ধ্যকালীন নৌ ভ্রমন দুইটি সেগমেন্ট এ প্রতিদিন বোট টি সমুদ্র যাত্রা করে।
.
দিন ব্যাপী সমুদ্র ভ্রমন এ পর্যটক রা কক্সবাজারের মহেশখালী দ্বীপ, সোনাদিয়া দ্বীপ, বাকখালী নদী, সমুদ্রের মোহনা, নাজিরারটেক সহ কক্সবাজার বিমান বন্দরের সাগরের মাঝে বর্ধিত রানওয়ে, লাবনী, কলাতলী সমুদ্র সৈকত এর সাগর থেকে ভিউ উপভোগ করতে পারবেন। সাগরের বুকে সূর্যাস্ত উপভোগ করতে পারবেন। দিন ব্যাপী এই নৌ বিহারে দুপুরের খাবার ও ইনক্লুড থাকছে। ডে ক্রুজ এর এই আয়োজন এর শুভেচ্ছা মূল্য নির্ধারিত রাখা হয়েছে জনপ্রতি ১২০০ টাকা।
.
যাত্রীদের জন্য বোট টিতে পর্যাপ্ত আধুনিক ওয়াশরুম, নিরাপত্তায় লাইফ জ্যাকেট, বয়া রয়েছে।
.
ডে ক্রুজ টিকেট মুল্য: (দুপুরের খাবার সহ)
ক্যামেলিয়া লাউঞ্জ - ১২০০/-
রয়েল লাউঞ্জ - ১২০০/-
ভিআইপি কেবিন - ৬০০০/- (২ জন এর জন্য প্রযোজ্য)
যাত্রার সময়: সকাল ৯ টা ৩০ মিনিট।
ফিরে আসা: দুপুর ৩ টা।
খাবার মেন্যু : সাদা ভাত, চিকেন কারি, চিংড়ি কারি, ডিম কারি, মিক্সড সবজি, ডাল, মিনারেল ওয়াটার।
সানসেট ক্রুজ টিকেট মূল্য: (শুধুমাত্র কর্পোরেট / ফুল গ্রুপ রিজার্ভেশন)
ক্যামেলিয়া লাউঞ্জ - ৭০০/-
রয়েল লাউঞ্জ: ৭০০/-
যাত্রার সময়:- দুপুর ৩ টা
ফিরে আসা:- সন্ধ্যা ৬ টা
** সানসেট ক্রুজ এ কোন খাবার ইনক্লুড থাকছে না।
.
সম্পূর্ণ নতুন আঙ্গিকে নির্মিত এই ট্যুরিস্ট বোট এ থাকছে ভি আই পি কেবিন, ওয়াশরুম, ২ টি লাউঞ্জ স্পেস, সমুদ্র ভিউ পয়েন্ট, বিদ্যুৎ ব্যাবস্থা, সাউন্ড সিস্টেম, কিচেন সহ নানান ধরনের সুবিধা। বোটে উচ্চ ক্ষমতা সম্পন্ন মেরিন গ্রেড এর সম্পূর্ণ নতুন ইঞ্জিন ও গিয়ারবক্স সহ প্রপালেশন সিস্টেম ব্যাবহার করা হয়েছে।
এছারা ভি এইচ এফ, জিপিএস, ইকোসাউন্ডার সহ অত্যাধুনিক নেভিগেশন ইকুইপমেন্ট আছে। যাত্রীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট, বয়া রয়েছে। বোট টির ইঞ্জিন মাস্টার ব্রীজ থেকে সরাসরি কন্ট্রোল করা যায়।
দৃষ্টি নন্দন এই বোট টি ডিপার্টমেন্ট অব শিপিং বাংলাদেশ থেকে "সি" বা কোস্টাল ক্লাস (ডিজি শিপিং) রেজিস্ট্রেশন প্রাপ্ত, যা আদতে সমুদ্র উপকূল গামী জাহাজ গুলোতে দেয়া হয়।
.
পুরো বোট রিজার্ভ নিয়ে বার্থ ডে পার্টি, এনগেজমেন্ট অনুষ্টান, গায়ে হলুদ, ইফতার পার্টি, কর্পোরেট মিটিং, এজি এম সহ বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা যাবে। আলোচনা সাপেক্ষে কক্সবাজার থেকে কুতুবদিয়া, মাতারবাড়ি সহ বিভিন্ন রুটে ভ্রমন করা যাবে।
অগ্রিম টিকেট বুকিং ও রিজার্ভেশন এর জন্য যোগাযোগ করুন: (হোয়াটস অ্যাপ)